Cart 0
Bhashajog-Dhaka
‘ভাষাযোগ’ একটি ভ্রাম্যমাণ ছাপচিত্র-ভিত্তিক উৎসব ও কর্মশালা, যেখানে ভাষা ও শিল্পের মিলন ঘটবে ছাপচিত্র বা প্রিন্টমেকিং-এর মাধ্যমে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগের লক্ষ্য হলো ভাষা, পরিচয় ও আত্মপ্রকাশের বহুত্বকে স্বীকৃতি দেওয়া এবং ছাপচিত্রের মাধ্যমে ভাষার অভিজ্ঞতাকে দৃশ্যমান করে তোলা।
এখানে ভাষা শুধুই একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং একটি দৃশ্যমান চিত্ররূপ, যার মাধ্যমে সমাজের প্রান্তিক ও বৈচিত্র্যময় কণ্ঠস্বর উঠে আসবে। জুলাই অভ্যূত্থানে পরবর্তী দেয়ালচিত্রে ভাষার যোগে চিত্র আরো বেশী তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। প্রতিটি অঞ্চলে প্রচলিত প্রবাদ বা গল্প-গাথাঁর পাশাপাশি আন্দোলনের শ্লোগানও এই উদ্যোগের অনুপ্রেরণা।
